
জয়পুরহাটে ৯ লাখ টাকার ভুয়া ব্যাংক রশিদ জমা দিয়ে সার উত্তোলনের সময় হাসিব আল মামুন (৩২) নামে এক ডিলার পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকায় বিসিআইসিবাফার গোডাউনে সার উত্তোলন করতে গেলে তাকে গ্রেফতর করা হয়। এ ঘটনা সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় ঘটে।