
জয়পুরহাটের পাঁচবিবির সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাঅভিযান চালিয়ে চায়না দুয়ারী জাল জব্দ করেছে।আজ বৃহস্পতিবার(১৪ আগষ্ট) বিকেলে মৎস্য সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা মাঠ থেকে ৩৯;টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা কালে জালের মালিক কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জব্দকৃত জালগুলো উপজেলা প্রসাশনের কার্যালয়ের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল গুলোর আনুমানিক মূল্য৫০হাজার টাকা। মৎস্যসংরক্ষণ অভিযানে নেতৃত্ব দেন পাঁচবিবি সিনিয়র উপজেলামৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি। অভিযানে পুলিশী নিরাপত্তা দেন থানার সিনিয়র এস আই মোঃ নূর নবী ও মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ মাহমুদুল হাসান। এসময় মৎস্য কর্মকর্তা মাহমুদা বলেন, মৎস্য সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে জালগুলো জব্দ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান মৎস্য এ কর্মকর্তা।