Joy Jugantor | online newspaper

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ১৪ আগস্ট ২০২৫

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে একাধিক নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা কাজী শাজাহান  আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি উপজেলার মোকামতলা ইউনিয়নের টেপাগাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। 

কাজী শাহজাহান শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলে ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিটসহ ইট পাটকেল নিক্ষেপ, হাত বোমা ও ককটেল বিস্ফোরণসহ আন্দোলণকারীদেরকে আহত করার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, আওয়ামী লীগ নেতা কাজী শাহজাহান আলীর বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।