Joy Jugantor | online newspaper

বগুড়ার সাবেক এমপির ছেলে ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ১৪ আগস্ট ২০২৫

বগুড়ার সাবেক এমপির ছেলে ঢাকায় গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত হুসাইন শরীফ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার বড় ছেলে হুসাইন শরীফ সঞ্চয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে রাজধানী ঢাকার ভাটরা থানা এলাকায় সঞ্চয়কে দেখতে পেয়ে আটক করে ভাটরা থানায় সোর্পদ করে ছাত্র-জনতা।

গ্রেপ্তারকৃত হুসাইন শরীফ সঞ্চয় বগুড়া জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক এবং শিবগঞ্জ উপজেলার মহাস্থানের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি জানান, ভাটরা থানায় আটক হওয়ায় পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) শিবগঞ্জ থানার মামলার প্রেক্ষিতে ভাটরা থানা পুলিশ তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেপ্তারকৃত হুসাইন শরীফ সঞ্চয়কে বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে হাজতি পরোয়ানা মূলে কারাগারে প্রেরণের আদেশ দেন।