Joy Jugantor | online newspaper

বগুড়ায় মানসম্পন্ন রং নিয়ে “রয়‍্যাল পেইন্টস”র যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ১৪ আগস্ট ২০২৫

বগুড়ায় মানসম্পন্ন রং নিয়ে “রয়‍্যাল পেইন্টস”র যাত্রা শুরু

বগুড়ায় মানসম্পন্ন রং (বার্জার, নিপ্পন পেইন্টস) এবং রং করার নানানসামগ্রী নিয়ে যাত্রা শুরু করল “রয়‍্যাল পেইন্টস”। আজ বৃহস্পতিবার(১৪ আগষ্ট) সন্ধ্যায় শহরের শেরপুর রোডে অবস্থিত মালেকা ক্লিনিক সংলগ্ন শো-রুমের উদ্বোধন করা হয়।

শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট শিশুসাহিত্যিক, শিক্ষাবিদ এবং শিশুদের প্রিয় টিভি প্রোগ্রাম সিসিমপুর-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম।এসময় উপস্থিত ছিলেন ‘ইনার-হুইল ক্লাব অব ভুবন ডাঙা’ রপ্রেসিডেন্ট মিস নাসিম আলম, বগুড়া শহরের পেইন্টারস এসোসিয়েশনের সভাপতি আনিসার রহমান, “রয়‍্যাল পেইন্টস”এর স্বত্বাধিকারী বজলুর রহমানসহ শহরের পেইন্টিং কাজের সাথে সম্পৃক্তবিভিন্ন পেশাজীবী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় পেইন্টারস এসোসিয়েশনের সভাপতি আনিসার রহমান পেইন্টিং পেশাজীবীদের উদ্দেশ্যে বলেন, সবাই যেন সঠিক ও মানসম্মত রং করার সামগ্রী ব্যবহার করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহ আলম বলেন, শিশুদের মন রাঙাতে চাই সঠিক শিক্ষা ও আনন্দদায়ক কার্যক্রম। আমাদের বাড়িঘর রাঙাতে চাই মানসম্মত পেইন্টিং সামগ্রী। তিনি বলেন, “রয়‍্যাল পেইন্টস”মানসম্পন্ন পেইন্টিং সামগ্রী সরবরাহে দায়িত্বশীল ভূমিকা পালনকরবে।উল্লেখ্য যে, “রয়‍্যাল পেইন্টস” বার্জার পেইন্টস ও নিপ্পন পেইন্টস এরঅফিশিয়াল ডিলার। এই দুটি কোম্পানির মানসম্পন্ন পেইন্টিং সামগ্রী বিক্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে “রয়‍্যাল পেইন্টস”।অনুষ্ঠানে দুটি কোম্পানির কর্মকর্তাগণ উপস্থিত থেকে সকলকে অনুপ্রাণিত করেন।“রয়‍্যাল পেইন্টস”এর স্বত্বাধিকারী বজলুর রহমান বলেন, তাঁর দীর্ঘকর্ম জীবনে একটি নামকরা পেইন্টিং কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বগুড়াবাসী যেন পেইন্টিং সামগ্রী সরবরাহে “রয়‍্যাল পেইন্টস” কে সহায়তা করেন। “রয়‍্যাল পেইন্টস”মানসম্পন্ন পণ‍্য সরবরাহে বদ্ধপরিকর।