
শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) বাদ আসর উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন,সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,আবু শাহিন সানি,জেলা বিএনপির সদস্য আলী হায়দার তোতা, সহ-সভাপতি আব্দুল মান্নান, মঞ্জুর কাদের মন্টু, মোজাফফর রহমান, মতিউর রহমান মতি, মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, বাদশা আলম নাসির উদ্দীন, আনোয়ার মাস্টার, বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, হাফিজার রহমান কাজল, শফিকুল ইসলাম।
দেলোয়ার, শামিম জায়দার, রফিক, কামরুজ্জামান রাজা, মোশাররফ হোসেন, আব্দুল হাকিম, রেজাউল,রকি,মাশফিকুর মামুন, সুমন, যুবদলের সোহেল আরমান রাজু,বেলাল হোসেন বাবু, সাজেদুর রহমান সাজু,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ,শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান পুটু, সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল, জাসস এর সাধারণ সম্পাদক বিপুল রানা,উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার।
সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ জিয়া পরিবারের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি মাওলানা জাহিদুর ইসলাম।