
ফুল বিক্রি করছে এক শিশু। ছবি-মামুনুর রশিদ মামুন
কারো হাতে গোলাপ, কারো হাতে বেলি ফুলের মালা। জীবন-বাস্তবতায় এসব শিশুকে কিছু বুঝে ওঠার আগেই নামতে হয়েছে উপার্জনে। কেউ ফুল নেয়, কেউ বা ফিরেও তাকায় না। আবার কেউ কেউ আছেন, ফুলের মতো শিশুর হাতে তুলে দেন অতিরিক্ত টাকা। এভাবেই এসব শিশু উপার্জন করে বাবা-মার হাতে তুলে দিচ্ছে অর্থ; যা সংসার চালাতে কাজে লাগছে।
অনেকের বাবা আছে তো মা নেই, মা আছে তো বাবা নেই। আবার অনেকের বাবা-মা কোনোটাই নেই। অনেকে তাদের বাবা-মায়ের খোঁজ পর্যন্ত জানেন না। কেউ তাদের ছোট ভাই-বোন অথবা অসুস্থ্য বাবা-মায়ের ওষুধের টাকা জোগাতে ফুল বিক্রি করে। তবে ইদানীং ফুল বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়েছে অনেক শিশু। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এলাকা থেকে তোলা। ছবি-মামুনুর রশিদ মামুন
ছবি-মামুনুর রশিদ মামুন
ছবি-মামুনুর রশিদ মামুন