
সংগৃহীত ছবি।
টাঙ্গাইলের সখীপুরে তিন সহোদর বোন এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তারা হলেন- বড় বোন সুমাইয়া ইসলাম, মেজো বোন সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম।
তাদের বাবার নাম শফিকুল ইসলাম। তারা পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রোববার থেকে শুরু হওয়া পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে। তিন বোনের একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নজর কেড়েছে সবার। তারা উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিন বোনের বাবা শফিকুল ইসলাম বলেন, মেয়েদের সন্তোষজনক ফলাফলে তিনি অত্যন্ত আনন্দিত। মেয়েদের তিনি উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবেন।