Joy Jugantor | online newspaper

বর্ষার আগমন

সাবিনা ইয়াসমিন

প্রকাশিত: ০৮:৩০, ২৯ জুন ২০২২

বর্ষার আগমন

ছবি : সংগৃহিত

বর্ষা এসেছে পূর্ণ হস্তে
প্রকৃতিকে করেছে স্নিগ্ধ সতেজ।
বর্ষার আগমনী বার্তা এলো    
গ্রীস্মের রৌদ্র বিদায় নিলো।
বর্ষার আকাশে মেঘের ঘণঘটা
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর সারাবেলা।
কখনো মেঘ কখনো বৃষ্টি
বর্ষা তুমি এক অপরুপ সৃষ্টি।
বর্ষার আগমনে মাঠঘাট জলে ভরপুর
লাঙল নিয়ে ক্ষেত্রে চলে কৃষকমজুর।
তুমি না এলে ধরণীর বুকে
জন্মাতো না একটা দানাও তোমার অভাবে।
তুমি এলে তাই জন্ম নিল শস্য দানা
প্রকৃতি শোভিত হলো নতুন সাজে।
ব্যাঙেরা ধরেছে গান
প্রকৃতি ফিরে পেল নতুন প্রাণ।
তোমার চির যৌবনা, চির চেনা রুপ
স্বাগতম জানাই বর্ষার আগমন।
তোমার ভয়াল থাবায় আজ আমাদের
শতশত মানুষ গৃহহারা অন্নহারা।
বর্ষা তুমি সৃষ্টিশীল নবরুপী
আমরা চাই না তোমার ধ্বংস রুপ।