Joy Jugantor | online newspaper

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনা সদস্য নিহত, আহত ১০

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫০, ২২ জানুয়ারি ২০২৬

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনা সদস্য নিহত, আহত ১০

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনা সদস্য নিহত, আহত ১০

ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় সড়ক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১০ জন সেনা সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার শিকার যানটি ছিল ‘ক্যাসপির’ মডেলের একটি বুলেটপ্রুফ সেনা গাড়ি। গাড়িটি একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল।জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ‘ডোডায় ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনা সদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত।

তাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সবসময় স্মরণ রাখব। শোকাহত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।’তিনি আরও বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে ঐক্য ও সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনা সদস্যকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।’লেফটেন্যান্ট গভর্নর আরও জানান, ‘আহত সেনা সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’