Joy Jugantor | online newspaper

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১৬:১৩, ২৩ জুন ২০২২

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

আদালতের আদেশ: প্রতীকী ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অস্ত্র মামলায় শহিদুল ইসলাম নামে একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম।

দণ্ডিত ৫৩ বছর বয়সী শহিদুল ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণ দিয়ে আদালতের এপিপি জহিরুল ইসলাম বলেন, ২০১৪ সালের ১০ আগস্ট পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নিজের কাছে পাইপগান ও গুলি রয়েছে বলে জানান শহিদুল। পরে তার বাড়ির রান্নাঘর থেকে পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শহিদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। এরপর তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন ভান্ডারিয়া থানার তৎকালীন এসআই ফেরদৌস হোসেন।