Joy Jugantor | online newspaper

দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত 

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১০:২২, ২৭ মে ২০২২

দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত 

ফাইল ছবি।

টাঙ্গাইলের কালিহাতীতে তুচ্ছ ঘটনায়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার সকালে উপজেলার শিহরাইল ও গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম (৩২) শিহরাইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

নিহতের ভাই নুরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শিহরাইল গ্রামের দুই যুবক গোপালপুর গ্রামের একটি দোকানে চা পান করছিলেন। এ সময় পাশের দোকানে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজছিল। ভলিউম কমিয়ে দিতে বলায় তাদের সঙ্গে ওই দোকানদারের হাতাহাতি হয়। 

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে শিহরাইল গ্রামের ২০-৩০ যুবক লাঠিসোটা নিয়ে গোপালপুর গ্রামে যান।  এ সময় উভয়পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। 
 
গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলামকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Add