Joy Jugantor | online newspaper

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ১৩ অক্টোবর ২০২১

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি।

বগুড়ার সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবির হোসেন আকাশ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে সদরের মালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আকাশ একই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বেলাল হোসেন। আবির এইচএসসি পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ নেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবির সকালে স্থানীয় কয়েকজন বন্ধুর সঙ্গে পাশের খান্দার এলাকার একটি ডোবায় মাছ ধরতে যান। তারা বৈদ্যুতিক পাম্প দিয়ে ডোবার পানি নিস্কাশন করছিলেন। ওই সময় ডোবায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবির।  সঙ্গে সঙ্গে তার বন্ধুরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এবং আবিরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।