Joy Jugantor | online newspaper

হেফাজতের হরতালে সহিংসতা, জামায়াত নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৬:১২, ১৩ এপ্রিল ২০২১

হেফাজতের হরতালে সহিংসতা, জামায়াত নেতা গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার রোকন ও মানবসম্পদ বিভাগের দায়িত্বরত ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল বাকিকে (৭১) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের নয়া আটি মুক্তিনগরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে গ্রেফতার আব্দুল্লাহ আল বাকি জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ থানা শাখার আমীরের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ওই এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে। হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ও পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদসহ থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল বাকিকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের হয়। এর মধ্যে র্যা ব বাদী হয়ে একটি, পুলিশ বাদী হয়ে ছয়টি ও ক্ষতিগ্রস্ত গাড়ির দুই মালিক বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন।