Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ৩০ জানুয়ারি ২০২৬

পাঁচবিবিতে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল

পাঁচবিবিতে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল

জয়পুরহাটের পাঁচবিবিতে  জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষ্যে ৩০ জানুয়ারি শুক্রবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে পাঁচবিবি গোহাটি চত্ত্বরে জড়ো হতে থাকে। বিকেল হতেই হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের গোহাটি চত্ত্বর পরিপূর্ণ হয়ে যায়।মিছিলের পূর্বে সেখানে নেতা কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল,  সিনিয়র যুগ্ম আহবায়ক ও আগামী উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জিয়াউর ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক আবু তাহের সহ অন্যান্য নেতাকর্মী। পরে  ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধানের নেতৃত্বে একটি বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।  মিছিলে শহীদ জিয়া,  খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন শ্লোগান দিয়ে ধানের শীষের ভোট দেওয়ার আহবান জানান।