ধুনটে জামায়াতে ইসলামী`র উপজেলা মহিলা বিভাগের উদৌগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া ধুনট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী'র উপজেলা মহিলা বিভাগের উদৌগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৩০ শে জানুয়ারি শুক্রবার সকাল ১১ ঘটিকায় কান্তনগর চরপাড়া এলাকায় এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।নির্বাচনী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র উপজেলা দায়িত্বশীলা লাকি আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী রুহানি জান্নাত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র ধুনট উপজেলা আমির অধ্যাপক আমিনুল ইসলাম।তিনি বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী কথা দিয়ে নয়, কাজ দিয়ে রাজনীতি করতে চায়। আমরা ক্ষমতায় গেলে নয়—ক্ষমতায় থাকি বা না থাকি, মানুষের পাশে থাকি। আমাদের লক্ষ্য হলো ইসলামি আদর্শের আলোকে মানবকল্যাণ নিশ্চিত করা।
সম্মানিত ভোটার ভাই ও বোনেরা,
আপনাদের একটি সৎ ভোট একটি সুন্দর আগামীর পথ খুলে দিতে পারে। আসুন, আল্লাহর উপর ভরসা করে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াই। যোগ্য, সৎ ও আমানতদার নেতৃত্বকে সমর্থন করি।উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিরোজ আহম্মেদ , কালেরপাড়া ইউনিয়ন আমির আবুল কাসেম,কেন্দ্রীয় মজলিসের দায়িত্বশীলা ও আঞ্চলিক দায়িত্বশীলা সাজেদা সামাদ, জেলা দায়িত্বশীলা ডাঃ মাসুদা করিম, জেলা কর্ম পরিষদ ও ধুনট উপজেলা কেয়ারটেকার নুরুন্নাহার।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
