
সংগৃহীত ছবি
কয়েক মাস আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে বলিউডের মিস্টার পারফেক্ট বয় আমির খান ও কিরণ রাওয়ের। বিচ্ছেদের সময় তারা জানিয়েছিলেন, তাদের মধ্যে বিচ্ছেদ হলেও বন্ধুত্ব একই রকম থাকবে। আর সেই কথাই যেন সত্যি হলো এবার। তাদের দু’জনকে ফের একসঙ্গে দেখা গেল।
শনিবার (২৭ নভেম্বর) আমির-কিরণ তাদের ছেলে আজাদের একটি ফুটবল ম্যাচে একসঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে দু’জন উপস্থিত থেকে ছেলেকে উৎসাহ দেন।
বিচ্ছেদের সময় তারা জানিয়েছিলেন, ছেলের প্রয়োজনে যেকোনো সময় পাশে থাকবেন তারা। আর সেই কথা মতোই হাজির হলেন ফুটবল ম্যাচে।
এদিকে মি. পারফেক্ট বয়ের ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি আগামী এপ্রিলে মুক্তি পাবে। বলি পাড়ায় গুঞ্জন চলছে, এই সিনেমার পরই নাকি তৃতীয় বিয়ে করবেন আমির। তবে এ খবর সম্পর্কে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নায়ক।
শোনা গিয়েছিল, দঙ্গল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে কিরণের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেতা আমিরের। তবে আমির-কিরণের কেউ এ খবরের বিষয়ে কথা বলেননি। কিন্তু এবার অভিনেতা কাকে বিয়ে করবেন সেটা নিয়েই জল্পনা শুরু হয়েছে সব মহলে।