রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু, অনুসন্ধানে আইইডিসিআর
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অজ্ঞাত রোগে নওগাঁর এক নারীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ জানাতে পারেননি রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) রোগীর নমুনা সংগ্রহ করেছে।সংস্থাটি বলেছে, রোগীর মৃত্যুর কারণ শনাক্তের অনুসন্ধান চলছে।হাসপাতাল সূত্র জানায়, নওগাঁর ওই নারীকে ১৪ জানুয়ারি চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়। মধ্য বয়সী ওই নারী চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জানুয়ারি মারা যান।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম জানান, ‘রোগীর মৃত্যুর কারণ জানা যায়নি। আইইডিসিআর নমুনা নিয়েছে।
পরীক্ষা নিরীক্ষার পর তারা রোগীর মৃত্যুর কারণ বলতে পারবেন।’এদিকে নওগাঁয় নিপাহ ভাইরাসের সংক্রমণ তুলনামূলক বেশি। সম্প্রতি নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে কয়েকটি জেলার পাঁচটি নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। তবে কোনোটিতে নিপাহ শনাক্ত হয়নি।এ বিষয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন গণমাধ্যমকে বলেছেন, ‘অনুসন্ধান চলছে। ফলাফল পাওয়ার আগে মৃত্যুর কারণ বা রোগের নাম বলা যাবে না।’নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ওই নারীর রামেক হাসপাতালে ভর্তি ও মৃত্যু সম্পর্কে জানেন। তবে কী রোগে আক্রান্ত ও মৃত্যু হয়েছে, তা জানেন না। তিনি আরও বলেন, ‘আইইডিসিআর অনুসন্ধানী দল নওগাঁয় আসছেন।’
