Joy Jugantor | online newspaper

মাগুরায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার আপন দুই ভাই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৪, ৩০ জানুয়ারি ২০২৬

মাগুরায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার আপন দুই ভাই

মাগুরায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার আপন দুই ভাই

মাগুরার শালিখায় অস্ত্র-গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়ায় যৌথবাহিনীর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার মৃত মুন্সী শহীদুজ্জামানের ছেলে মুন্সী নয়নুজ্জামান এবং মনিরুজ্জামান ওরফে চকলেট। তাদের বাড়ি শালিখার উপজেলা সদর আড়পাড়ায়।তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে ভাষ্য পুলিশের।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শালিখার উপজেলা সদর আড়পাড়ায় তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পিস্তল-গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে তাদের শালিখা থানায় সোপর্দ করা হয়েছে।শালিখার থানার ওসি আবু সাইদ জানান, এই ব্যাপারে শালিখা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আসামি দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।