নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারনার উদ্বোধন
নওগাঁয় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারনার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন-জুলাই অভ্যুত্থানে শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন শিল্পী। শুক্রবার দুপুর ১২টায় শহরের মুক্তিরমোড় জুলাই স্তম্ভের পাদদেশে জেলা গণভোট প্রচারণা কমিটি এই আয়োজন করে।পরে শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে সাধারন ভোটারদের মাঝে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট চান তারা। ‘হ্যাঁ’ এরগুরুত্ব সম্বলিত জুলাই যোদ্ধা সংসদের তৈরি লিফলেট বিতরণ করা হয় ভোটারদের মাঝে।
এসময় অন্যদের মধ্যে নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. আবুসাদাত সায়েম, জেলা গণভোট প্রচারনা কমিটির আহ্বায়ক অ্যাড. আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজী মহিউদ্দিনআলমগীর, মুখ্য সংগঠক দেওয়ান মাহবুব আল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।তারা বলেন, বাংলাদেশের সংবিধানে এমন ব্যবস্থা আছে যাতে করে একজন ফ্যাসিবাদী শাসকের উত্থান প্রতিরোধকরা খুবই কঠিন। সেই ব্যবস্থা পরিবর্তন করতে চাইলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। বিদ্যমানব্যবস্থার পরিবর্তন ও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই এবারের গণভোটের মূল লক্ষ। দেশের জনগনকে নিজেদেরভাগ্যের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
