গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ
গাইবান্ধা-৫ আসনের সাঘাটায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থকদের ৪টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ বুধবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে সাঘাটা উপজেলার ৫নং কচুয়া বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী নুরুজ্জামান সরদারের বাড়িতে প্রবেশ করে ৩টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এর আগে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে একই উপজেলার ভন্নতের বাজারে নাহিদুজ্জামান নিশাদের কর্মী আবু শাহিসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আবু শাহী সহ আহত হন আরও একজন। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের সাঘাটা হাসপাতালে ভর্তি করা হয়।স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ অভিযোগ করে জানান, প্রচারণা শুরুর দিন থেকেই তাদের প্রচারণায় বাধা দিচ্ছেন বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের কর্মী সমর্থকরা। এ পর্যন্ত তিন দিনের হামলায় ১৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। আহত করা হয়েছে বেশ কয়েকজন কর্মীকে। প্রশাসনকে বারবার অভিযোগ করেও কোন প্রতিকার কিংবা সহযোগিতা মিলছে না। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, পুড়ে যাওয়া মোটরসাইকেল গুলো জব্দ করা হয়েছে। পূর্বের হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গতকালের হামলার ঘটনার তদন্ত চলছে।
