
শিবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম রুহুল আমিন, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, প্রধান শিক্ষক আতাউর রহমান, তাজুল ইসলাম। পরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।