Joy Jugantor | online newspaper

যুক্তরাজ্যে দুইজনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩০, ২৮ নভেম্বর ২০২১

যুক্তরাজ্যে দুইজনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

প্রতীকী ছবি।

যুক্তরাজ্যে দুইজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

শনিবার (২৭ নভেম্বর) রাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাজিদ জাভিদ জানান, চেমসফোর্ড ও নটিংহামে এই দু’জনকে শনাক্ত করেছে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি। সংক্রমিত দু’জন পরষ্পরের সংস্পর্শে এসেছিলেন। ওই দু’জন ও তাদের পরিবারকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের আরও পরীক্ষা করা হবে। এছাড়া, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ট্রাকিং করা হচ্ছে।

প্রথমবার ২৪শে নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরে বতসোয়ানা, ইসরায়েল, বেলজিয়াম ও হংকংয়েও এর উপস্থিতি পাওয়া যায়।

এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশে যাওয়া এবং সেসব দেশ থেকে প্রবেশের ওপর কড়াকড়ি ও নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কিছু দেশ।

যুক্তরাজ্যে বসবাসকারী, আইরিশ বা বৃটিশ নাগরিক ছাড়া দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো ও এসওয়াতিনি থেকে ভ্রমণ করে আসা ব্যক্তিদের জন্য যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।