Joy Jugantor | online newspaper

যদি কেউ আমার ভালোবাসা চায়,

তাহলে তাকে সেটা অর্জন করতে হবে: জেনিফার লোপেজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৩, ৬ জানুয়ারি ২০২৬

তাহলে তাকে সেটা অর্জন করতে হবে: জেনিফার লোপেজ

যদি কেউ আমার ভালোবাসা চায়, তাহলে তাকে সেটা অর্জন করতে হবে: জেনিফার লোপেজ

ভালোবাসা, সম্পর্ক এবং আত্মসম্মান—এই তিনটি বিষয় নিয়েই এবার খোলাখুলি কথা বললেন হলিউড তারকা ও গায়িকা জেনিফার লোপেজ। দীর্ঘদিনের প্রেমিক ও অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর, সম্পর্ক নিয়ে নিজের বদলে যাওয়া ভাবনার কথা তুলে ধরে ভালোবাসার নতুন শর্ত জানালেন এই বিশ্বতারকা।সম্প্রতি লাস ভেগাসে চলমান নিজের কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেন ৫৬ বছর বয়সী জেনিফার লোপেজ। জীবনের অভিজ্ঞতা, ভাঙা সম্পর্ক এবং আত্মসম্মান কীভাবে তাকে ভালোবাসাকে নতুনভাবে বুঝতে শিখিয়েছে—তা উঠে আসে তার কথায়।মঞ্চে পারফর্ম করার আগে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া নিজের জনপ্রিয় গান “If You Had My Love”–এর স্মৃতিতে ফিরে যান জেনিফার। তিনি বলেন, “যখন প্রথম এই গানটা গেয়েছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম। মনে হতো, আমি যেন পথ হারানো একটা বাচ্চা। গানটায় তখন অনেক আশা ছিল।”এই গানটি তার জীবনের বিভিন্ন সময়ে সঙ্গী হয়েছে—কখনো দুঃখে, কখনো আনন্দে। তবে এখন সেই গান তিনি গাইছেন নতুন উপলব্ধি ও আত্মবিশ্বাস নিয়ে। জেনিফারের ভাষায়,
“আজ আমি গানটা গাই শক্তি নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে।”

দর্শকদের উদ্দেশে জেনিফার স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “যদি কেউ আমার ভালোবাসা চায়, তাহলে তাকে সেটা অর্জন করতে হবে। আমাকে সম্মান করতে হবে, ভদ্র আচরণ করতে হবে। আমি যেমন, ঠিক সেভাবেই আমাকে মেনে নিতে হবে।”ভালোবাসা যে সহজ নয়, সেটিও অকপটে স্বীকার করেন এই তারকা। একাধিক সম্পর্ক ও বিয়ের অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন—ভালোবাসার সঙ্গে কষ্টও আসে।এ প্রসঙ্গে জেনিফার বলেন, “ভালোবাসা মানেই ঝুঁকি। হৃদয় ভাঙার ভয় থাকবেই। ভালোবাসলে এই কষ্টের শঙ্কাও মেনে নিতে হয়।”বিচ্ছেদের পর নিজের অবস্থান আরও পরিষ্কার করেছেন জেনিফার লোপেজ। তার মতে, ভালোবাসার জন্য আর নিজেকে হারিয়ে ফেলার সময় শেষ। এখন ভালোবাসার মানে হলো—নিজের সম্মান, নিজের সীমা এবং নিজের শক্তিকে আঁকড়ে ধরা।আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা পাওয়া বা দেওয়ার পক্ষে নন তিনি—এই বার্তাই স্পষ্টভাবে দিয়েছেন বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় এই তারকা।