Joy Jugantor | online newspaper

সান্তাহারে এক রাতে ১৬ জেলার

ব্যাডমিন্টন লড়াইয়ে ‘চুয়াডাঙ্গা চ্যাম্পিয়ন’

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ৫ জানুয়ারি ২০২৬

ব্যাডমিন্টন লড়াইয়ে ‘চুয়াডাঙ্গা চ্যাম্পিয়ন’

সান্তাহারে এক রাতে ১৬ জেলার ব্যাডমিন্টন লড়াইয়ে ‘চুয়াডাঙ্গা চ্যাম্পিয়ন’

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মরহুম আব্দুস সাত্তার খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টায় উপজেলার সান্তাহার ইউপির দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের আয়োজনে ওই গ্রামের ভ্যানস্ট্যান্ড এলাকায় ৪র্থ বারের মতো খেলাটির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ১৬টি দল অংশ গ্রহণ করে।

খেলায় চুয়াডাঙ্গা জেলার টিম চ্যাম্পিয়ন এবং বগুড়া জেলার টিম রানার্সআপ হয়। ম্যান অব দ্যা টুর্ণামেন্ট বিজয়ী হয় চুয়াডাঙ্গা টিমের জিহাদ। রাত ২টায় দমদমা বাজারের জোৎ টাওয়ারের সত্বাধীকারি বেলাল মল্লিকের সভাপতিত্বে ও পল্লী চিকিৎসক মাজেদুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন। আরও বক্তব্য রাখেন সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাবেক ইউপি সদস্য মারুফ উল হাসান খান শিপলু, আব্দুল্লাহ আল মামুন পল্লব, ইসলাম, জাকাতুল, উদীয়মান যুব শক্তি ক্লাবের সাগর খান, তরিকুল ইসলাম জেন্টু, রুবেল, আসাদুল, মারুফ, সেতু, বাঁধন, রাহিক ও সজল প্রমূখ।
খেলায় অংশ নেওয়া দু’দলকে চ্যম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন প্রধান অতিথি নাজিম উদ্দীন।