আইপিএল থেকে ছিটকে গেলেও পিএসএল খেলবেন মোস্তাফিজ
ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না। কিন্তু বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজের যে চাহিদা, তার সে সময়ে বসে থাকার কথাও না! কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে জানিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের পিএসএলের অফিশিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানানো হয়েছে।পিএসএলের পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মোস্তাফিজ।আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের নতুন আসরে কলকাতান নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের।
দুর্দান্ত ফর্মে থাকা পেসারকে গত মাসে নিলামে ৯ কোটিং ২০ লাখ রুপিতে নিয়েছিল দলটি। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে দল থেকে বাদ দিনে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। গত শনিবার তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা।এরপর তুমুল উত্তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক। আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা। এরপর সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার।
