দেড়শ বছরের ঐতিহ্য কালের সাক্ষী মকিমপুর জমিদারবাড়ি আজ ধ্বংসের মুখে, নেই সংরক্ষণের উদ্যোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার উত্তরে মকিমপুর গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় দেড়শ বছরের পুরোনো মকিমপুর জমিদারবাড়ি। ১৮৮৫ সালে জমিদার গোবিন্দ রায় চৌধুরী কর্তৃক নির্মিত এই ঐতিহাসিক স্থাপত্যটি আজ চরম অবহেলা ও অযত্নে ধ্বংসের দ্বারপ্রান্তে।অনেকাংশে চুন-সুরকি খসে পড়েছে, বেরিয়ে এসেছে লাল ইটের জীর্ণ কাঠামো। সাত কক্ষবিশিষ্ট মূল জমিদারবাড়িটি নির্মিত হয়েছিল ১৮৮৫ সালে। জমিদার পরিবারের পরবর্তী প্রজন্ম কয়েক বছর আগেও এই ভবনে বসবাস করতেন, কিন্তু বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁরা ভবনের উত্তর ও পশ্চিম পাশে আলাদা বাড়ি তৈরি করে বসবাস করছেন।জমিদার গোবিন্দ রায় চৌধুরীর বংশধরেরা এখনো এই বাড়িতে থাকলেও, ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষায় কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ চোখে পড়ছে না।
বিন্দ রায় চৌধুরীকে নিয়ে এলাকায় ভালো-মন্দ দুই ধরনের জনশ্রুতিই রয়েছে। কেউ তাঁকে প্রজাদরদি বললেও, কারও মতে তিনি খাজনা আদায়ে ছিলেন ভীষণ কড়া। তাঁর দাপটে প্রজারা নাকি জমিদারবাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় বা জুতা পায়ে যেতে পারতেন না।তবে জনশ্রুতি যেমনই হোক, বাড়িটির নির্মাণশৈলীতে স্থাপত্যশিল্পের চমৎকার ব্যবহার লক্ষণীয়। ১৮৮৭ সালে নির্মিত বাড়ির সামনের মন্দিরটিতে এখনো ঘটা করে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়, যা এই পরিবারের ঐতিহ্যকে বহন করে চলেছে। বিশেষজ্ঞরা ইতিহাস ও প্রত্নতত্ত্বের এই নিদর্শনটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।রায়গঞ্জ: ইতিহাস সমাজ ও সংস্কৃতি বইয়ের লেখক খ ম রেজাউল করিম বলেন, "আগের দিনের নির্মাণশৈলী খুবই সুন্দর ছিল... কালের বিবর্তনে এ বাড়িটি ধ্বংসের পথে কিন্তু এটি রক্ষার কোনো উদ্যোগ নেই। ইতিহাস ও প্রত্নতত্ত্বের নিদর্শন মকিমপুর জমিদারবাড়িটি রক্ষার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে"। ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষায় প্রত্নতত্ত্ব বিভাগ এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।
