ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে বগুড়ায় মতবিনিময় সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সস্পর্কে বগুড়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় এ সভার আয়োজন করা হয়।সভায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সরকারের উর্ধতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে জনগণের সাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে। যে কোন মূল্যে এই নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্ত কোন কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন প্রমুখ।
