শিবগঞ্জে শীতার্ত মানুষের পাশে রোকেয়া সাত্তার ফাউন্ডেশন
তীব্র শীতের মধ্যে শিবগঞ্জ উপজেলার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রোকেয়া সাত্তার ফাউন্ডেশন। শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিহার বন্দরে আয়োজিত এ কর্মসূচির আওতায় শিবগঞ্জের বিভিন্ন এলাকার শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল।রোকেয়া সাত্তার ফাউন্ডেশনের আয়োজকেরা জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ডা. আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, সমাজসেবক আব্দুল মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
