শেরপুরে সাংবাদিকদের হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি
বগুড়ার শেরপুরে প্রথম আলোর উপজেলা প্রতিনিধি ও দুই সাংবাদিককে হয়রানিমূলক হত্যাচেষ্টা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংবাদিক জোট। এতে শেরপুরের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।সোমবার দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তিন সাংবাদিকের নাম মামলা থেকে প্রত্যাহার, তদন্ত ছাড়াই মামলা গ্রহণের ঘটনায় বগুড়া সদর থানার ওসিকে প্রত্যাহার এবং ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণের ক্ষেত্রে পেশাগত পরিচয় যাচাই ও প্রাথমিক তদন্ত নিশ্চিত করার দাবিতে বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়কারী রঞ্জন কুমার দে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ডেইলি অবজারভার প্রতিনিধি সৌরভ অধিকারী শুভ। বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শহর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শাহাবুল করিম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সরোয়ার জাহান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি শফিকুল ইসলাম বাবলু, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি ইফতেখার আলম ফরহাদ, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি লিমন হাসান, দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক জবাবদিহী প্রতিনিধি আরিফুজ্জামান হীরা, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও কালবেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক গণমুক্তি প্রতিনিধি নজরুল ইসলাম জ্যাকি, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি আহসান হাবিবসহ অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এনামুল হক, নজরুল ইসলাম, মোহাম্মদ মিলন সরকার, সাখাওয়াত হোসেন জুম্মা, আল মাহমুদ কমল, সনাতন সরকার, শাজাহান মন্ডল, মেহেদী হাসান মজনু, নাজমুল হুদা নয়ন, আবু বক্কর সিদ্দিক, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, বিমান মৈত্র, দুলাল শেখ, বাদশা আলম, ইউনুস আলী, বিপ্লব মোহন্ত, রায়হান পারভেজ প্রমুখ।বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় শেরপুরে সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের সময়ও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। অথচ বর্তমানে সাংবাদিকদের বিরুদ্ধেই দায়ের করা হত্যাচেষ্টা মামলা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
মামলা নম্বর ৮২-তে শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজারের শেরপুর প্রতিনিধি শুভ কুন্ডু, দৈনিক প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার ওরফে সবুজ চৌধুরী এবং দৈনিক প্রভাতের আলোর বগুড়া জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন পল্লবকে আসামি করা হয়েছে।তারা আরও বলেন, সাংবাদিকদের প্রকৃত পেশাগত পরিচয় গোপন রেখে রাজনৈতিক পরিচয়ে এজাহার গ্রহণ করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। অবিলম্বে নাম প্রত্যাহারসহ ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণের ক্ষেত্রে পেশাগত দায়িত্ব যাচাই ও প্রাথমিক তদন্ত নিশ্চিত করার দাবি জানান বক্তারা।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
