রমজানের আগেই ৯ এনবিএফআই-এর গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর
অবসায়ন হতে যাওয়া ৯টি রুগ্ন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ব্যক্তি পর্যায়ের আমানতকারীরা আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই তাদের মূল টাকা ফেরত পাবেন। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।গভর্নর জানান, এই সপ্তাহেই এসব প্রতিষ্ঠান অবসায়নের আইনি প্রক্রিয়া শুরু হবে।গত ডিসেম্বরে নতুন প্রণীত ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স ২০২৫-এর আওতায় এই আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ।যে ৯টি এনবিএফআই অবসায়ন করা হচ্ছে সেগুলো হলো-এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে মোট আমানত রয়েছে ১৫ হাজার ৩৭০ কোটি টাকা।
এর মধ্যে ব্যক্তি পর্যায়ের আমানত ৩ হাজার ৫২৫ কোটি টাকা এবং ব্যাংক ও করপোরেট গ্রাহকদের আমানত ১১ হাজার ৮৪৫ কোটি টাকা।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকার মৌখিকভাবে প্রায় ৫ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে।গভর্নর বলেন, এ সপ্তাহ থেকেই প্রতিষ্ঠানগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু করা হবে। সম্পদ মূল্যায়নের পর বোঝা যাবে তাদের সম্পদের পরিমাণ নেতিবাচক নাকি ইতিবাচক। সেই মূল্যায়নের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত হবে শেয়ারহোল্ডাররা কিছু পাবেন কি না।একীভূত ব্যাংকে জালিয়াতি খুঁজবে ফরেনসিক অডিটগভর্নর আহসান এইচ মনসুর জানান, বর্তমানে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকে আবারও ফরেনসিক অডিট চালানো হবে। বিগত সরকারের আমলে অনিয়ম ও জালিয়াতির সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত ছিলেন, তাঁদের চিহ্নিত করতেই এই অডিট হবে। গভর্নর হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দায়ী প্রমাণিত হবেন, তাদের চাকরি হারাতে হতে পারে।
তিনি জানান, গত দুই দিনে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো থেকে আমানতকারীরা ১০৭ কোটি টাকা তুলে নিয়েছেন। একই সময়ে নতুন করে ৪৪ কোটি টাকা জমাও পড়েছে। তিনি বলেন, গত দুই দিনে মোট ১৩ হাজার ৩১৪টি লেনদেন হয়েছে। টাকা তোলার পরিমাণ আমাদের আশঙ্কার চেয়ে অনেক কম।পাঁচটি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক থেকে সবচেয়ে বেশি ৬৬ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।গভর্নর বলেন, আমানতকারীদের আস্থা পুরোপুরি নষ্ট হয়নি, কারণ একই সময়ে নতুন আমানতও আসছে। যারা নতুন আমানত রাখছেন, তারা যেকোনো সময় টাকা তুলতে পারবেন বলে তিনি আশ্বস্ত করেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যাংক একীভূতকরণের মাধ্যমে গঠিত নতুন বড় বাণিজ্যিক ব্যাংক 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' আগামী ১৯ জানুয়ারি চালু হবে।গভর্নর জানান, নতুন ব্যাংকটি বেসরকারিভাবে পরিচালিত হলেও সাময়িকভাবে এর মালিকানায় থাকবে সরকার। তিন বছরের মধ্যে উপযুক্ত বিনিয়োগকারীর কাছে মালিকানা হস্তান্তর করা হবে।
