Joy Jugantor | online newspaper

সবার ওপরে রণবীরের ‘ধুরন্ধর’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৩০, ৭ জানুয়ারি ২০২৬

সবার ওপরে রণবীরের ‘ধুরন্ধর’

সবার ওপরে রণবীরের ‘ধুরন্ধর’

বক্স অফিসে সব হিসাব-নিকাশ পাল্টে দিচ্ছে রণবীর সিং-এর ধুরন্ধর। প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে, সিনেমাটি বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২৪০ কোটি রুপি আয় করেছে।নতুন মুক্তি পাওয়া ‘ইক্কিস’ কিংবা ‘তু মেরি ম্যায় তেরা’-র মতো সিনেমাগুলো যখন লড়াই করছে, তখন দাপটের সঙ্গে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে এই অ্যাকশন থ্রিলার।সাধারণত বড় বাজেটের ভারতীয় সিনেমাগুলো একাধিক ভাষায় (তামিল, তেলুগু, হিন্দি) মুক্তি দিলেও ‘ধুরন্ধর’ মুক্তি পেয়েছে কেবল হিন্দি ভাষায়, আর তাতেই বাজিমাত। একক ভাষায় মুক্তি পেয়ে আয়ের দিক থেকে এটি এখন ভারতের সর্বকালের সেরা সিনেমা।নতুন বছরের শুরুতেই এমন অভাবনীয় সাফল্য ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করল। ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংকে দেখা গেছে একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। সামাজিক মাধ্যমে রণবীরের চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা চললেও সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি কাল্পনিক চরিত্র।