ঠান্ডা চারিদিকে, কোথাও বসতে পারছি না: জয়া আহসান
জয়া আহসানের খ্যাতি এখন বিশ্বজুড়ে। টালিউড পেরিয়ে বলিউডও কাঁপিয়েছেন এই গুণী অভিনেত্রী। কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে মাটির চুলায় রান্না করছেন তিনি।ভিডিওটিতে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা- শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। বাঁচার উপায় হিসেবে বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওতে জয়া বলেন, শীতের সকালে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় মুরগির মাংস রান্না করছি। তবে এই রান্না আমার নিজের জন্য নয়, বরং পোষা কুকুর ছানাদের খাবার হিসেবে। অভিনেত্রী জানান, হালকা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করছেন তিনি।রান্না প্রসঙ্গে নিজের সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেন জয়া আহসান। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি আসলে রান্না পারি না। তবে এই বাচ্চাদের (কুকুর) জন্য আমাকেই রান্না করতে হয়।’
পাশাপাশি মজা করেই তিনি যোগ করেন, ‘আপনারা আবার প্রত্যাশা করবেন না যে আমি অনেক রান্না পারি। আমি তেমন রান্না পারি না।’ভিডিওতে তিনি আরও জানান, গ্রামের শীত উদযাপন খুব উপভোগ করছেন অভিনেত্রী। আজ মাটির চুলায় লাকড়ি দিয়ে নানারকম মুখরোচক রেসিপি রান্না করা হবে। সেখানে থাকবে গরুর মাংস। তবে জয়া গরুর মাংস খান না স্বাস্থ্য সচেতনতার জন্য। তিনি কেবল মাংসের তরকারির ঝুল খেতে পছন্দ করেন।গ্রামের শীত, মাটির চুলা আর প্রাণির প্রতি ভালোবাসা মাখা জয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। কেউ কেউ বলছেন, এত বড় তারকা হয়েও শেকড়ের প্রতি তার এই টান সত্যিই মুগ্ধ করার মতো। আবার অনেকে মাটির চুলার রান্নার স্বাদের স্মৃতি রোমন্থন করেছেন কমেন্ট বক্সে। শীতের এই আলসে জয়ার এমন ঘরোয়া রূপ ভক্তদের কাছে এক অন্যরকম প্রাপ্তি।
