
চট্টগ্রামে ফয়েজ লেক আকবরশাহ মাজার এলাকার বেলতলিঘোনায় ভূমিধসের ঘটনায় উদ্ধার অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে গত শুক্রবার একটি ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ এবং একটি মেডিকেল টিম মোতায়েন করা হয়।
এ ছাড়া ভূমিধস এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়।
পর্যাপ্ত আলোর অভাব ও নতুন কোনো নিখোঁজ ব্যক্তির সম্ভাব্যতা না থাকায় গত শুক্রবার রাতে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। ভূমিধস এলাকার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনে সেনা সদস্যরা পুনরায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন।