Joy Jugantor | online newspaper

নওগাঁ-৫ আসনে একই মঞ্চে মনোনয়ন চাইলেন তিন প্রত্যাশী

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২০:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁ-৫ আসনে একই মঞ্চে মনোনয়ন চাইলেন তিন প্রত্যাশী

শনিবার নওগাঁয় শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী হাওয়া নওগাঁয় বইতে শুরু করেছে। যে যার মতো মতবিনিময়, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন নওগাঁ সদর আসনের তিন মনোনয়ন প্রত্যাশী।

এ লক্ষে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এক সমাবেশে একই মঞ্চে তিনজন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন চেয়েছেন। 

পৌর আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের ব্যবস্থাপনায় ও নওগাঁ আওয়ামী লীগ পরিবারের আয়োজন করে।

পরে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এবং জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খাঁন পিটু। 

আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ও শাকিল হোসেন বাদল এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলসহ জেলা, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল ইউনিয়নের নেতৃবৃন্দসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌর কাউন্সিলরবৃন্দ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রুপকল্প ভীষণ ২০৪১ বাস্তাবায়নে আওয়ামী লীগ পরিবার সর্বদা বদ্ধ পরিকর। দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সঠিক নেতৃত্ব মূল্যায়ন করবেন বলে আমরা বিশ্বাসী। সদর আসন থেকে রফিকুল ইসলাম রফিক, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ ও খোদাদাদ খাঁন পিটু মনোনয়ন প্রত্যাশী। এ তিনজনের মধ্যে যে কোন একজন মনোনয়ন চেয়েছেন।

নির্বাচিত হয়ে শহরের প্রধান ও বাইপাস সড়ক চার লেনে উন্নীত করার পাশাপাশি আধুনিক মডেল শহর ও প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করেন তারা।