Joy Jugantor | online newspaper

বগুড়ায় ৪৪৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ায় ৪৪৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বগুড়ায় ৪ হাজার ৪৭০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর মহাসড়ক এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মানু মিয়া (৩০)। তিনি রংপুর জেলার গঙ্গাচড়ার এমদাদুল হকের ছেলে। 

মীর মনির হোসেন জানান, মানু পেশাদার মাদক কারবারি। ঢাকা হতে পঞ্চগড়গামী হানিফ পরিবহনে যাত্রীবেশে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করছে এমন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশি করে যাত্রীবেশে থাকা মানুকে ৪ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।