ছবি: জয়যুগান্তর
বগুড়া সারিয়াকান্দিতে বিস্ফোরক মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে চালান করলে বিচারক কারাগারে পাঠায়। এর আগে বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই ১৩ জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার এসব বিষয় নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ পিস নিষিদ্ধ টাপেন্টাডলসহ উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের ওয়াহাব মিয়া (২৬), কুতুবপুর ইউনিয়নের জোড়গাছা নতুন পাড়া গ্রামের বাবু ইসলাম (২০), পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের বাপ্পি মিয়াকে (২৪) গ্রেফতার করে পুলিশ।
একই দিনে সাগর ইসলামকে (১৯) চাকুসহ গ্রেফতার হয়।
এ ছাড়া পৃথক আরেক অভিযানে গত বছরের ২৪ নভেম্বর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি উপজেলার পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামের আব্দুল হান্নান হিটলার (২৭), বাড়ইপাড়া গ্রামের মেহেদী হাসান মুরাদ (২৩), কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া গ্রামের রেজাউল করিম ঠান্ডু, কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর পূর্ব পাড়া গ্রামের মাহবুবুর রহমান (৩৫), কুতুবপুর পশ্চিম পাড়া গ্রামের আসাদুল ইসলাম আকন্দ (৫৩), ফুলবাড়ী ইউনিয়নের চর হরিনা গ্রামের তুলু মোল্লা (৫২), মাহিনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। এছাড়া গ্রেফতারী পরোয়ানামূলে সোনাতলা উপজেলার সুখানপুকুর তেলীহাটা গ্রামের বোরহান উদ্দিন (১৯) ও লিমন মিয়া (১৯) গ্রেফতার হয় পুলিশের হাতে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সকালে গ্রেফতার আসামীদের আদালতে পাঠানো হয়েছে।