
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আপন (২০) নামের এক যুবক আহত হয়েছে। বুধবার দুপুরে শহরের সেউজগাড়ী পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আপন ওই এলাকার জসিমের ছেলে।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক শামীম আহমেদ জানান শহরের পৌর পার্কের একটি আম গাছ থেকে আম পারতে উঠে আপন। এসময় স্থানীয় দুই যুবক আপনকে আম পারতে নিষেধ করে। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় দুই যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় আপনকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
তিনি আরো জানান ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। যারা এ ঘটনা ঘটিয়ে তাদের দ্রুত গ্রেফতার করা হবে।