Joy Jugantor | online newspaper

বগুড়ায় ট্রাক উল্টে অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ১৬ মার্চ ২০২৩

বগুড়ায় ট্রাক উল্টে অটোরিকশা চালক নিহত

প্রতীকি ছবি।

বগুড়া সদরে আলু বোঝাই ট্রাক উল্টে অটোরিকশা চালক মোকারম হোসেন (২৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। 

মোকারম হোসেন শিবগঞ্জ উপজেলার গরনা গ্রামের মৃত আছের আলীর ছেলে। 

বিষয়গুলো নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক৷ 

পুলিশের এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে রংপুর দিক থেকে আলু নিয়ে একটি ট্রাক বগুড়া দিকে যাচ্ছিল। বাঘোপাড়া বন্দরে ট্রাকটির সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশা চালক মোকারম ঘটনাস্থলেই মারা যান।

এসআই শামসুল হক আরও জানান, মোকারম তার বাড়ি থেকে রিকশা নিয়ে বগুড়ায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক ও তার সহকারী পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ তবে ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। মোকারমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।