
প্রতিকী ছবি।
বগুড়ার আদমদীঘির শাঁওইলে দু’পক্ষের মারপিট ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। রোববার দুপুরে এ ঘটনায় দু’পক্ষের ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
অভিযোগকারিরা হলেন, উপজেলার শাঁওইল বাজার এলাকার বাসিন্দা মহসীন আলী ও আব্দুর রহমান।
অভিযোগে জানাযায়, শাঁওইল বাজার এলাকার একটি দোকান থেকে সুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে হট্টগোলের সূত্রপাত ঘটে।
সেই জেরে মঙ্গলবার বিকেলে আব্দুর রহমানের ছেলে জুয়েলকে ওই বাজার এলাকায় বেধরক মারপিট করা হয়। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শাঁওইল বাজার থেকে সুতা ব্যবসায়ী আব্দুল আওয়াল শেখ বাড়ি ফিরছিলেন। এ সময় জুয়েলের মার্কেটের সামনে পৌঁছা মাত্র তাকে এবং তার ছেলে রাফিউল ইসলামকে মারপিট করা হয়। তাদের হাসপাতালে নেওয়ার পথে ফের মারপিটের সময় নুর হোসেন বাপ্পী নামের স্থানিয় এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। গত শুক্রবার রাতে আব্দুল আওয়াল শেখের ছোট ভাই মহসীন আলী শেখ ৯জনের নামে এবং আহত জুয়েলের বাবা আব্দুর রহমান ৬ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, দু’পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।