
পথচারী নিহত।
বগুড়ার শাজাহানপুরে নয়মাইলে রাস্তা পারাপারে সময় উল্টো পথে আসা বাসের ধাক্কায় ৬২ বছর বয়সী আবদুল বাকী নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবদুল বাকী শাজাহানপুরে আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে বাকী বগুড়া-ঢাকা মহাসড়কে নয়মাইল হাটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বগুড়াগামী একটি বাস উল্টো পথে এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বানিউল আনাম জানান, এ ঘটনায় ঘাতক বাস আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।