Joy Jugantor | online newspaper

বগুড়ায় উল্টো পথে আসা বাসের ধাক্কায় পথচারী নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২২

বগুড়ায় উল্টো পথে আসা বাসের ধাক্কায় পথচারী নিহত

পথচারী নিহত।

বগুড়ার শাজাহানপুরে নয়মাইলে রাস্তা পারাপারে সময় উল্টো পথে আসা বাসের ধাক্কায় ৬২ বছর বয়সী আবদুল বাকী নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবদুল বাকী শাজাহানপুরে আমরুল ইউনিয়নের রাধানগর  গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে বাকী বগুড়া-ঢাকা মহাসড়কে নয়মাইল হাটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বগুড়াগামী একটি বাস উল্টো পথে এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বানিউল আনাম জানান, এ ঘটনায় ঘাতক বাস আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।