Joy Jugantor | online newspaper

ধুনটে বীর মুক্তিযোদ্ধারা পেলো ডিজিটাল সন

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২২

ধুনটে বীর মুক্তিযোদ্ধারা পেলো ডিজিটাল সন

ছবি- জয়যুগান্তর।

বগুড়ার ধুনটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ধুনট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সনদ বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

এসময় তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। অনুষ্ঠান সঞ্চালনা করে ধুনট প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল হক মিন্টু। 

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান ও শফিকুল ইসলামসহ প্রমুখ।