Joy Jugantor | online newspaper

গোবিন্দগঞ্জে প্রতিমা ভাঙচুরের অভিযোগে একজন গ্রেফতার 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৫৭, ৫ জুলাই ২০২২

গোবিন্দগঞ্জে প্রতিমা ভাঙচুরের অভিযোগে একজন গ্রেফতার 

মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তালুককানুপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামে  মন্দিরে চারটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে আরিফুলকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সনাতন ধর্মাবলম্বীদের পারিবারিক পূজামন্ডপে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ওই স্থানীয়রা ঘটনাস্থল থেকে আরিফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।