Joy Jugantor | online newspaper

বগুড়ায় যমুনার পানি কমছে, গো খাদ্যের সংকট চরমে

প্রকাশিত: ১৫:৫২, ২৪ জুন ২০২২

আপডেট: ১৫:৫৭, ২৪ জুন ২০২২

বগুড়ায় যমুনার পানি কমছে, গো খাদ্যের সংকট চরমে

সারিকান্দির চন্দনবাইশা ইউনিয়নের রহদহ এলাকা থেকে গত বুধবার তোলা ছবি।

বগুড়ায় যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কিছুটা কমলেও রয়েছে বিপদৎসীমার ওপরেই। অন্যদিক বৃদ্ধি পাচ্ছে বাঙালি নদীর পানি।

যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার প্রায় ৮৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার পানিতে প্রায় ৩১ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। বন্ধ আছে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ৬৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান।

যমুনার পানি এভাবে কমে যাওয়া অব্যাহত থাকলে বানভাসিদের দুর্ভোগ কাটতে সময় লাগবে আরো কিছুদিন। পানিবন্দি মানুষদের মধ্যে সারিয়াকান্দিতে ৫৮ হাজার, সোনাতলায় ২১ হাজার ও ধুনটে ১ হাজার জন রয়েছেন।

শুক্রবার সকাল নয়টার দিকে পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, পাহাড়ি ঢলে ও ভারি বর্ষণে বগুড়ায় যমুনার পানি বেড়ে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার (সেমি) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে অনেক এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বানভাসীরা বেশি সংকটে পড়েছে গবাদি পশুর খাদ্য নিয়ে।   

বিপৎসীমা অতিক্রম করেছে বাঙালি নদীর পানিও। শুক্রবার সকাল নয়টার দিকে বাঙালির পানি বিপৎসীমার ৩ সেমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।