Joy Jugantor | online newspaper

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ৯০ বছর বয়সী বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১০, ২০ জানুয়ারি ২০২২

আপডেট: ১০:৪৩, ২০ জানুয়ারি ২০২২

বগুড়ায় ট্রেনের ধাক্কায় ৯০ বছর বয়সী বৃদ্ধা নিহত

প্রতিকী ছবি।

বগুড়ায় লোহা কুড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায়  ৯০ বছর বয়সী বৃদ্ধার জোহরা বেওয়া নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি)  বিকেল পৌনে ৩ টার দিকে শহরের তিনমাথা রেলগেটের পুরান বগুড়া এলাকায় দূর্টনাটি ঘটে। জোহরা ওই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী। তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিকেলেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) আমিনুল ইসলাম।

তিনি জানান, নিহত বৃদ্ধা রেল লাইনের আশপাশে লোহা কুঁড়োনোর কাজ করতেন। দুপুরেও তিনি সেই উদ্দেশ্য তিনমাথার পুরান বগুড়া এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় বগুড়া থেকে সান্তাহারগামী দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি পাথরের উপরে ছিঁটকে পড়েন। এতে ঘটনাস্থলে জোহরার মৃত্যু হয়।