Joy Jugantor | online newspaper

রাতের আঁধারে দুর্বৃত্তরা কাটলো ৭০০ আম গাছ!

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশিত: ১০:৩২, ১৭ জানুয়ারি ২০২২

রাতের আঁধারে দুর্বৃত্তরা কাটলো ৭০০ আম গাছ!

রাতের আঁধারে দুর্বৃত্তরা কাটলো ৭০০ আম গাছ!

নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে কৃষকের ৭০০ আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে জমিতে গিয়ে আম গাছের দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যান কৃষক পরিবার। মালিক পক্ষের বুকফাটা আর্তনাদে এলাকাবাসীরাও কেঁদে ফেলেন। 

রোববার রাতে উপজেলার খেলনা ইউপির অন্তর্গত গুনদেশাহার নামক গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঐ এলাকার মৃত গজিমদ্দিন মণ্ডলের ছেলে মো. মজিবুর রহমান (৬৫) গুনদেশাহার মৌজায় প্রায় ৩৫ বছর আগে ১ একর ৪৯ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করেন। গত ২ বছর আগে সেই জমিতে তিনি ৭০০ আম্রপালি গাছের চারা রোপণ করেন। চলতি বছরে সেই গাছগুলোতে ফল আসার কথা জানিয়েছিল কৃষি কর্মকর্তারা। এরই মধ্যে রোববার রাতে তার বাগানে বেড়ে ওঠা সব আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে কৃষক মজিবুর রহমান বলেন, আমার জমি-জমা নিয়ে কারো সঙ্গে কোনো রকম ঝামেলা নেই। গত চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নৌকার পক্ষ নেয়ায় বিরোধী প্রার্থীরা আমার বাগানের গাছ কেটে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এদিকে এলাকাবাসী জানান, নির্বাচনের পর থেকে ইউনিয়নে বেড়ে গেছে নানান রকম সহিংসতামূলক কর্মকাণ্ড। এরইমধ্যে ধান চুরিসহ নানা রকম অপরাধমূলক কাজ এলাকায় ঘটেছে। তারা এলাকার শান্তি ফিরে পেতে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গণি জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।