Joy Jugantor | online newspaper

বগুড়ায় শপথ নিলেন তিন উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৩:০৭, ১২ জানুয়ারি ২০২২

আপডেট: ০৭:৪১, ১২ জানুয়ারি ২০২২

বগুড়ায় শপথ নিলেন তিন উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

 শপথ বাক্য পাঠ করানো হচ্ছে।

বগুড়ায় তিন উপজেলার ২৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা শপথ নেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

এ সময় বগুড়ার সদর উপজেলার ৭, ধুনট উপজেলার ১০ ও শাজাহানপুর উপজেলার ৯ জন নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ পরিচালক মামুনুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু, ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত, সদরের ইউএনও সমর পাল, সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেনসহ আরো অনেকে।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

তৃতীয় ধাপে গত বছরের ২৮ নভেম্বর বগুড়ার ঐ তিন উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।