Joy Jugantor | online newspaper

শেরপুরে গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশিত: ১৭:৪৪, ৩ আগস্ট ২০২১

শেরপুরে গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা

প্রতীকী ছবি।

বগুড়ার শেরপুরে উপজেলার গ্যাস ট্যাবলেট সেবন করে পলাশ (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে গ্যাস ট্যাবলেট সেবন করেন  তিনি। পলাশ উপজেলার গাড়ীদহ ইউনিয়নে ছোট ফুলবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবটে সেবন করেন পলাশ। পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন।অ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন,  এ ঘটনায় বগুড়া সদর থানায় অপমৃত্য (ইউডি) মামলা হয়েছে। শেরপুর থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।