Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে স্ত্রীর ওপর অভিমানে স্বামীর আত্মহত্যা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৫, ৯ জুন ২০২১

শিবগঞ্জে স্ত্রীর ওপর অভিমানে স্বামীর আত্মহত্যা

প্রতীকী ছবি।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবন করে জার্জেল নামের এক কৃষক আত্মহত্যা করেছেন।

বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন সকালে স্ত্রী মিনারা খাতুনের সঙ্গে জার্জেলের পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন জার্জেল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন। জার্জেল শিবগঞ্জ পৌরসভার ২নম্বর ওয়ার্ডের অর্জুনপুর এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন ২নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ।

স্থানীয়রা বলেন, জার্জেল ও তার স্ত্রীর দাম্পত্য কলহ লেগেই থাকত। জার্জেলের কিছুটা মানসিক সমস্যাও ছিল। সকালে স্ত্রীর সঙ্গে তার (জার্জেল) পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ড হয়। পরে গ্যাস ট্যাবলেট সেবন করেন জার্জেল।

শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেল, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।