
বগুড়া হকার্স মার্কেট।
বগুড়ার বৈদ্যুতিক শট সার্কিটে আগুন হকার্স মার্কেটের একটি দোকান পুড়ে গেছে। বুধবার দিনগত রাত সোয়া দুইটার দিকে এই আগুন লাগে। এ সময় পাশের কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের নাম আব্দুর রশিদ। দোকানের মোল্লা বস্ত্র বিতান।
বগুড়া জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সোয়া দুইটার দিকে হকার্স মার্কেটে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। মার্কেটের মসজিদের পাশের দোকানটি মূলত রেডিমেট পোশাক বিক্রি করা হত।
আগুন নেভানোর দলটির নেতৃত্বে ছিলেন সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম। তিনি বলেন, হকার্স মার্কেটের দোকানগুলো গাদাগাদি করে তৈরি। এ জন্য আগুন লাগার পর সেখানে যেতে খুব ঝামেলা পোহাতে হয়েছে। ল্যাডার দিয়ে দোকানের ছাদ দিয়ে উঠে ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আব্দুল হালিম জানান, আগুন লাগা দোকান ও পাশের ঘরগুলো বন্ধ ছিল। এতে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ক্ষয়ক্ষতি বিষয়ে এই কর্মকর্তা বলেন, নিয়ে অগ্নিকাণ্ডে মোল্লা বস্ত্র বিতান আগুনে পুড়ে যায়। পাশের দুতিনটি দোকান ধোয়া ও আগুনের তাপে কিছুটা ক্ষতি হয়েছে। এতে প্রাথমিকভাবে মোল্লা বস্ত্র বিতানের অনন্ত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।